Daily Current Affairs in Bengali & English | 06-10-2020
।। নিজেকে আপডেট রাখুন প্রতিদিন ।।
ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স বাংলাতে
১। ইরানের
নাসরিন সোতৌদেহ , আমেরিকা যুক্তরাষ্ট্রের
(মার্কিন) ব্রায়ান স্টিভেনসন , নিকারাগুয়ার
লটি কানিংহাম ওয়েন এবং বেলারুশের এলস
বিয়ালিয়াটস্কি ২০২০ সালে রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড পেয়েছেন।
২। হার্ভা জে অল্টার, মাইকেল হাফলন এবং চার্লস এম রাইস
যৌথভাবে "হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের জন্য মেডিসিন 2020 এর নোবেল জিতেছেন।
৩। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডঃ
হর্ষ বর্ধন এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ভিডিও কনফারেন্সের মাধ্যমে
২০২০ সালের ৫ ই অক্টোবর প্রয়াগরাজের মতিলাল নেহেরু মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি
ব্লকের (এসএসবি) উদ্বোধন করলেন।
৪। আইন পরিষদের তিন বারের সদস্য এবং আড়াইাইয়ার প্রবীণ
সমাজবাদী পার্টির নেতা মুলায়াম সিং যাদব দীর্ঘকাল অসুস্থ হয়ে মারা গেছেন। তাঁর বয়স
হয়েছিল ৯২ বছর।
৫। আমাদের শহর ও শহরগুলির অবস্থা এবং পর্যাপ্ত আশ্রয়ের
সকলের বুনিয়াদি অধিকারের পাশাপাশি মানুষকে মনে করিয়ে দেওয়ার যে তারা আবাসস্থলের
জন্য দায়ী তা প্রতিবিম্বিত করতে বিশ্বব্যাপী অক্টোবরের প্রথম সোমবার প্রতিবছর পালিত
হয় "বিশ্ব বাসস্থান দিবস" ভবিষ্যত প্রজন্মের জন্য।
৬। ২০২০
সালের ৫ ই অক্টোবর, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) ওড়িশার উপকূলে হুইলার
দ্বীপ থেকে সুপারপৌনিক ক্ষেপণাস্ত্রের সহায়তায় মুক্তি দেওয়া টর্পেডো (স্মার্ট) এর
সফলভাবে বিমানের পরীক্ষা করে।
৭। বিশ্ব শিক্ষক দিবস, আন্তর্জাতিক শিক্ষক দিবস হিসাবেও
পরিচিত, 1994 সাল থেকে প্রতিবছর 5 অক্টোবর অনুষ্ঠিত হয় ।
৮। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং কফির টেবিল বই
প্রকাশ করলেন 'অসমের ঐতিহ্য আবিষ্কার করুন', পদ্মপানী বোরা রচিত, অমিতাভ বচ্চন-এর উপস্থিতিতে।
৯। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জাতীয়
রাজধানীতে বায়ু দূষণ বিরোধী অভিযান "যুধপ্রদূষণ কে বিরুধ" চালু করেছেন।
১০।
কলকাতা মেট্রোর পূর্ব-পশ্চিম করিডোরের ফুলবাগান
স্টেশন উদ্বোধন করলেন কেন্দ্রীয় রেলপথ মন্ত্রী পীযূষ গোয়েল।
Daily Current Affairs In English
1. Nasrin
Sotoudeh of Iran, Bryan Stevenson of the United States(US), Lottie Cunningham
Wren of Nicaragua and Ales Bialiatski of Belarus, have won the Right Livelihood
Award 2020.
2.
Harvey J. Change, Michael Houghton and Charles M. Rice mutually wins Nobel For
Medicine 2020 "for the revelation of Hepatitis C infection"
3. The
Union Minister of Health and Family Welfare Dr. Brutal Vardhan and Yogi
Adityanath, Chief Minister of Uttar Pradesh initiated the Super Speciality
Block (SSB) at Motilal Nehru Medical College, Prayagraj on 5 October 2020
through video conferencing.
4. Three-time
individual from Legislative Council and veteran Samajwadi Party pioneer from
Auraiya, Mulayam Singh Yadav has died after a delayed sickness. He was 92.
5. World
Habitat Day is watched each year on the primary Monday of October all through
the world to think about the condition of our towns and urban areas, and on the
fundamental right of all to sufficient haven just as remind individuals that
they are liable for the natural surroundings of people in the future.
6. On
fifth October 2020, the Defense Research and Development Organization (DRDO)
effectively flight tried the Supersonic Missile Assisted Release of Torpedo
(SMART) from Wheeler Island off the shore of Odisha.
7. World
Teachers' Day, otherwise called International Teachers Day, is held yearly on
October 5 since 1994.
8. Association
Minister Jitendra Singh discharges Coffee Table Book 'Finding the Heritage of
Assam', created by Padampani Bora with foreword by Amitabh Bachchan.
9. Delhi
CM Arvind Kejriwal has dispatched "Yudh Pradushan ke Virudh", an
enemy of air contamination crusade in the public capital.
10. Association
Railways Minister Piyush Goyal initiated the Phoolbagan Station of the
east-west passage of Kolkata metro.